পোস্টকার্ড
... ... ...
- "আমি নাহয় চলেই যাচ্ছি.."
খুব ছোট্ট এই লাইনটার প্রতিটা শব্দে নাহয় রেখে গেলাম তোমার জন্য আফসোস,
একটি গভীর দীর্ঘশ্বাস,
আর ছুটে যাওয়া কিছু শাব্দিক কষ্ট...
অদ্ভুত এরকম আরোও নানাবিধ দলাপাঁকানো অভিযোগগুলো
দুমড়ে দুমড়ে ছুড়ে যাবো
শহরের সবকটা "অভিযোগ-বাক্সে".
"বৃষ্টিতে ভিজতে মানা করা হোক সকল
স্কুল-কলেজ-ভার্সিটিপড়ুয়া তরুণীদের"
- ঠিক এরকম কিছু পোস্টার ছাপিয়ে
সাঁটিয়ে দিবো তোমার বাড়ির সম্মুখ দেয়ালে।
ভোরবেলা উঠে যেনো তুমি প্রতিটা লাইনে খুঁজে পাও
তোমার জন্য কিঞ্চিত ঘেন্না মেশানো প্রেম!
... ... ...
চোখ কচলে কাউকে কিছু না জানিয়ে
একদিন আমি নাহয় চলেই গেলাম,
কিন্তু কারোও রেখে যাওয়া ঘেন্না নিয়ে
তুমি বাঁচবে কিভাবে?
... ... ...
লেখা: রোড নং ছত্রিশ
তারিখ: ৭১০২/৪০/১০
তারিখ: ৭১০২/৪০/১০
Post a Comment