স্বপ্নে আসলে কি হয়?
আচ্ছা, আপনি কি জানেন গড়ে আপনি আপনার জীবনের প্রায় ২২টা বছর ঘুমিয়ে কাঁটিয়ে দিয়েছেন/দিচ্ছেন/দিবেন??
বিরাট একটা অংশ, তাইনা?
বলতে গেলে জীবনের এক-তৃতীয়াংশ ঘুমেই কেটে যায়। আর যে জিনিসটা ঘুমের মাঝে সবচেয়ে বেশী ঘটে তা হচ্ছে "স্বপ্ন দেখা"..
আসুন, আজ সংগৃহীত কিছু উপায়ে এ ব্যাপারে আলোচনা করি:
স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে।
ঘটনাগুলি কাল্পনিক হলেও, স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়।
অধিকাংশ সময় আপনি নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছেন বলে মনে হতে পারে।
অনেক সময়ই পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্নভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে, সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ নেয়।
অর্থাৎ বলতে পারি, স্বপ্ন হচ্ছে অবচেতন মস্তিষ্কজাত কিছু ধারাবাহিক কল্পনা।
গ্রীকপুরাণ মতে, "মরফিয়াস" হচ্ছেন স্বপ্নের দেবতা। ঐশ্বরিক ক্ষমতা বলে মরফিয়াস মনুষ্য রূপ ধারন করে স্বপ্নে আবির্ভূত হতে পারে।
কিছু স্বপ্নবিজ্ঞানীর মতে, নিদ্রার যে পর্যায়ে কেবল অক্ষিগোলক দ্রুত নড়াচড়া করে কিন্তু বাকি শরীর শিথিল হয়ে যায়, সেই REM (Rapid eye movement) দশায় মানুষ স্বপ্ন দেখে।
কিন্তু এই বিষয়ে বিতর্ক রয়েছে।
সাধারনত মানুষ অনেক স্বপ্ন দেখে, তবে সবগুলো মনে রাখতে পারে না। কিছু কিছু মনে থাকে, যা হয়ত সারাদিন ভাবায়। যাহোক, নিচে স্বপ্নের কিছু কমন বৈশিষ্ট্য দিলাম:
❑ আপনি এমন কিছু কখনোই স্বপ্নে দেখবেন না, যা সম্পর্কে পূর্বে আপনার কোন ধারণা নেই। অর্থাৎ, চাইলেই আপনি স্বপ্নে এলিয়েন দেখতে পারবেন না। যদি কেউ দাবী করেন যে আমি দেখেছি, তবে তার দেখা এলিয়েনের সাথে মানুষ, পশু বা গাছপালার সাদৃশ্য থাকবেই।
❑ স্বপ্ন সবসময় সাদা-কালো হবে.*
❑ স্বপ্ন সাধারণত জ্যামিতিক মডেলে তৈরি হবে। যেমন: ত্রিভুজ, বৃত্ত, রেখা।
❑ মানুষ একঘুমে কমপক্ষে ৪০টি ভিন্ন টপিকে স্বপ্ন দেখে।
❑ স্বপ্ন স্লো-মোশনে হয়। অর্থাৎ, আপনি স্বপ্নে সবকিছু বাস্তব জীবন থেকে ধীরগতিতে ঘটতে দেখবেন। অনেকটা বালির উপর হাটার মত।
❑ বেশিরভাগ স্বপ্নের প্লট গতদিনের বা গতসপ্তাহের ঘটনার সাথে সম্পৃক্ত হবে।
❑ স্বপ্নের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, স্বপ্নের সাথে বস্তুগত জগতের কোন মেলবন্ধন নেই। অর্থাৎ, চাইলেই আপনি স্বপ্নে গায়েবী ঔষধ আনতে পারবেন না। স্বপ্নে আপনি অনেককিছু খাচ্ছেন, কিন্তু আদৌ কখনো স্বপ্নে তার স্বাদ পাবেন না।
* অনেকেই দাবী করেন, স্বপ্ন রঙিন নয় তবু গতকাল আমি স্বপ্নে দেখেছি "আমার টয়লেটের বদনার রঙ বেগুনী" এটা কিভাবে সম্ভব? জ্বী, আপনি স্বপ্নে ঠিকই দেখেছেন। কারণ, ঘুমানোর আগে হয়ত আপনি মস্তিষ্কে সেট করেছিলেন, স্বপ্নে রঙ দেখবেনই দেখবেন!
তাই আপনার মস্তিষ্ক ইচ্ছাকৃতভাবে কেবল বদনাটিকেই বেগুনী রঙে দেখিয়েছে।
স্বপ্নের ভিতর খেয়াল করতে পারলে আপনি দেখতেন, বেগুনী বদনা বাদে টয়লেটের বাকিসব কিছু সাদা-কালো!
(এমনকি আপনার মলমূত্রাদিও)
উপরে স্বপ্নের যে বৈশিষ্ট্য আমি দিলাম, একটাও কিন্তু বানিয়ে বলিনি। প্রতিটিই বৈজ্ঞানিক মতে প্রমাণিত।
তবু আমাদের চারপাশে ব্যতিক্রমী অনেককিছু ঘটছে তাইনা?
ব্যক্তিগত ভাবে, "স্বপ্ন " আমার নিকট "আয়নার" মতই রহস্যঘন ১টা জিনিস।
আমার প্রায়ই মনে হয়, যে আয়না আমি দেখছি আদৌ কি ওপাশের পারা লাগানো জগতটা কেবলই আলোর তৈরি?
যদি কখনো এমন হয় ঘুম থেকে উঠে দেখলাম, আমার আয়নার ভিতরের "আমি" আয়নায় নেই। সেই "আমি" টা আয়নাজগৎ ছেড়ে আমার জগতে হেটে বেড়াচ্ছে!
আমার এই স্বপ্নগুলোর ব্যাখা কি বিজ্ঞান দিতে পারবে?
কোয়ান্টাম থিওরি মতে, এই ইউনিভার্স এর হুবহু আরো অনেক "মিরর ইউনিভার্স" বা "প্যারালাল ইউনিভার্স" আছে।
সেই দুই ইউনিভার্স এর মাঝের আয়না যদি ভেঙে যায়?
কোথা থেকে কোথায় চলে যাচ্ছি! স্বপ্নে ছিলাম...
বলতে চাইছি আমি যদি এখন আপনাকে বলি,
- "আপনি, আপনার পরিচিত এই ইউনিভার্স পুরোটাই এক বিরাট স্বপ্নের ভিতর চলমান কল্পনা, যে স্বপ্নের পরিধি ৬০-৭০বছর আপনি কি আমায় পাগল বলবেন???
জ্বী, আমরা সবাই আলাদা আলাদা একেকটি বিরাট স্বপ্নের ভিতর আছি। যে স্বপ্নের শুরুটা জন্ম থেকে আর শেষ মৃত্যুতে। এই বিরাট স্বপ্নের পরিধি এতই বড়, আমরা টেরই পাচ্ছিনা যে এটা স্বপ্ন!
এই বিরাট স্বপ্নের ভিতরে আমরা হাটছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, আবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের ভিতরেই ছোট স্বপ্ন দেখছি..
গুলিয়ে ফেলছেন তাইনা???
আচ্ছা, আজ তবে এটুকুই থাকুক।
বিরাট স্বপ্নের ব্যাখ্যা টা নাহয় আরেকদিন দিবো!
যে ব্যাখ্যায় হয়ত "ভিশন, সিক্সথ সেন্স" এটাইপ ব্যাপারগুলোর সমাধান খুঁজে পাবেন।
আজরাতটা ভাবুন, যদি আয়নার "আপনি" নেই হয়ে যান তখন বর্তমানের "আপনি" আর আয়নার "আপনির" পার্থক্য করাবেন কি করে???
... ... ...
লেখাঃ রোড নং ছত্রিশ
তারিখঃ ৫১০২/১১/৬০
বিরাট একটা অংশ, তাইনা?
বলতে গেলে জীবনের এক-তৃতীয়াংশ ঘুমেই কেটে যায়। আর যে জিনিসটা ঘুমের মাঝে সবচেয়ে বেশী ঘটে তা হচ্ছে "স্বপ্ন দেখা"..
আসুন, আজ সংগৃহীত কিছু উপায়ে এ ব্যাপারে আলোচনা করি:
স্বপ্ন কি?
স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে।
ঘটনাগুলি কাল্পনিক হলেও, স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়।
অধিকাংশ সময় আপনি নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছেন বলে মনে হতে পারে।
অনেক সময়ই পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্নভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে, সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ নেয়।
অর্থাৎ বলতে পারি, স্বপ্ন হচ্ছে অবচেতন মস্তিষ্কজাত কিছু ধারাবাহিক কল্পনা।
স্বপ্নের গবেষণা
স্বপ্ন সম্বন্ধে অনেক দর্শন, বিজ্ঞান, কাহিনী ইত্যাদি আছে। স্বপ্নবিজ্ঞানের ইংরেজি নাম Oneirology।গ্রীকপুরাণ মতে, "মরফিয়াস" হচ্ছেন স্বপ্নের দেবতা। ঐশ্বরিক ক্ষমতা বলে মরফিয়াস মনুষ্য রূপ ধারন করে স্বপ্নে আবির্ভূত হতে পারে।
Morpheous |
কিন্তু এই বিষয়ে বিতর্ক রয়েছে।
স্বপ্নের কিছু মজার বৈশিষ্ট্য
সাধারনত মানুষ অনেক স্বপ্ন দেখে, তবে সবগুলো মনে রাখতে পারে না। কিছু কিছু মনে থাকে, যা হয়ত সারাদিন ভাবায়। যাহোক, নিচে স্বপ্নের কিছু কমন বৈশিষ্ট্য দিলাম:
❑ আপনি এমন কিছু কখনোই স্বপ্নে দেখবেন না, যা সম্পর্কে পূর্বে আপনার কোন ধারণা নেই। অর্থাৎ, চাইলেই আপনি স্বপ্নে এলিয়েন দেখতে পারবেন না। যদি কেউ দাবী করেন যে আমি দেখেছি, তবে তার দেখা এলিয়েনের সাথে মানুষ, পশু বা গাছপালার সাদৃশ্য থাকবেই।
❑ স্বপ্ন সবসময় সাদা-কালো হবে.*
❑ স্বপ্ন সাধারণত জ্যামিতিক মডেলে তৈরি হবে। যেমন: ত্রিভুজ, বৃত্ত, রেখা।
❑ মানুষ একঘুমে কমপক্ষে ৪০টি ভিন্ন টপিকে স্বপ্ন দেখে।
❑ স্বপ্ন স্লো-মোশনে হয়। অর্থাৎ, আপনি স্বপ্নে সবকিছু বাস্তব জীবন থেকে ধীরগতিতে ঘটতে দেখবেন। অনেকটা বালির উপর হাটার মত।
❑ বেশিরভাগ স্বপ্নের প্লট গতদিনের বা গতসপ্তাহের ঘটনার সাথে সম্পৃক্ত হবে।
❑ স্বপ্নের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, স্বপ্নের সাথে বস্তুগত জগতের কোন মেলবন্ধন নেই। অর্থাৎ, চাইলেই আপনি স্বপ্নে গায়েবী ঔষধ আনতে পারবেন না। স্বপ্নে আপনি অনেককিছু খাচ্ছেন, কিন্তু আদৌ কখনো স্বপ্নে তার স্বাদ পাবেন না।
* অনেকেই দাবী করেন, স্বপ্ন রঙিন নয় তবু গতকাল আমি স্বপ্নে দেখেছি "আমার টয়লেটের বদনার রঙ বেগুনী" এটা কিভাবে সম্ভব? জ্বী, আপনি স্বপ্নে ঠিকই দেখেছেন। কারণ, ঘুমানোর আগে হয়ত আপনি মস্তিষ্কে সেট করেছিলেন, স্বপ্নে রঙ দেখবেনই দেখবেন!
তাই আপনার মস্তিষ্ক ইচ্ছাকৃতভাবে কেবল বদনাটিকেই বেগুনী রঙে দেখিয়েছে।
স্বপ্নের ভিতর খেয়াল করতে পারলে আপনি দেখতেন, বেগুনী বদনা বাদে টয়লেটের বাকিসব কিছু সাদা-কালো!
(এমনকি আপনার মলমূত্রাদিও)
কিছু ব্যতিক্রমী ব্যাপার
উপরে স্বপ্নের যে বৈশিষ্ট্য আমি দিলাম, একটাও কিন্তু বানিয়ে বলিনি। প্রতিটিই বৈজ্ঞানিক মতে প্রমাণিত।
তবু আমাদের চারপাশে ব্যতিক্রমী অনেককিছু ঘটছে তাইনা?
ব্যক্তিগত ভাবে, "স্বপ্ন " আমার নিকট "আয়নার" মতই রহস্যঘন ১টা জিনিস।
আমার প্রায়ই মনে হয়, যে আয়না আমি দেখছি আদৌ কি ওপাশের পারা লাগানো জগতটা কেবলই আলোর তৈরি?
যদি কখনো এমন হয় ঘুম থেকে উঠে দেখলাম, আমার আয়নার ভিতরের "আমি" আয়নায় নেই। সেই "আমি" টা আয়নাজগৎ ছেড়ে আমার জগতে হেটে বেড়াচ্ছে!
আমার এই স্বপ্নগুলোর ব্যাখা কি বিজ্ঞান দিতে পারবে?
কোয়ান্টাম থিওরি মতে, এই ইউনিভার্স এর হুবহু আরো অনেক "মিরর ইউনিভার্স" বা "প্যারালাল ইউনিভার্স" আছে।
সেই দুই ইউনিভার্স এর মাঝের আয়না যদি ভেঙে যায়?
কোথা থেকে কোথায় চলে যাচ্ছি! স্বপ্নে ছিলাম...
বলতে চাইছি আমি যদি এখন আপনাকে বলি,
- "আপনি, আপনার পরিচিত এই ইউনিভার্স পুরোটাই এক বিরাট স্বপ্নের ভিতর চলমান কল্পনা, যে স্বপ্নের পরিধি ৬০-৭০বছর আপনি কি আমায় পাগল বলবেন???
জ্বী, আমরা সবাই আলাদা আলাদা একেকটি বিরাট স্বপ্নের ভিতর আছি। যে স্বপ্নের শুরুটা জন্ম থেকে আর শেষ মৃত্যুতে। এই বিরাট স্বপ্নের পরিধি এতই বড়, আমরা টেরই পাচ্ছিনা যে এটা স্বপ্ন!
এই বিরাট স্বপ্নের ভিতরে আমরা হাটছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, আবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের ভিতরেই ছোট স্বপ্ন দেখছি..
গুলিয়ে ফেলছেন তাইনা???
আচ্ছা, আজ তবে এটুকুই থাকুক।
বিরাট স্বপ্নের ব্যাখ্যা টা নাহয় আরেকদিন দিবো!
যে ব্যাখ্যায় হয়ত "ভিশন, সিক্সথ সেন্স" এটাইপ ব্যাপারগুলোর সমাধান খুঁজে পাবেন।
আজরাতটা ভাবুন, যদি আয়নার "আপনি" নেই হয়ে যান তখন বর্তমানের "আপনি" আর আয়নার "আপনির" পার্থক্য করাবেন কি করে???
... ... ...
লেখাঃ রোড নং ছত্রিশ
তারিখঃ ৫১০২/১১/৬০
Post a Comment