-->

কাউকে যদি দরকার হয়

 
... ... ...

সকালবেলা অফিসে যাওয়ার সময়,
টাইয়ের নটটা বেঁধে দেওয়ার জন্য হলেও ভালোবাসা দরকার!

দুপুর হলে ফোন করে অন্তত এটুকু খোঁঁজ নিক কেউ,
- "লাঞ্চটা করেছেন?.."
সেই সময় গোপনে নিঃশ্বাস চেপে "ভালোবাসি" বলার জন্য কেউ থাকাটা জরুরি!

সন্ধ্যা হলে অফিস থেকে বেরিয়ে দ্রুত মোবাইল বের করে দেখবো,
মেসেঞ্জারে অনেকগুলো লাভটিকনের সাথে লেখা
- "জলদি আসেন...মিস করছি"

ফুলের দোকান থেকে বেলিফুলের মালা কিনে লুকিয়ে পকেটে এনে রাখার জন্য কেউ দরকার।
দরজা খুলে যখন তাঁকে দেখবো,
কিনে আনা মালাটা দিতে যেয়ে বারংবার সংকোচবোধ হবে আমার,
শেষমেশ আর দেয়াই হবেনা!

পরদিন সকালে আমাকে রেডি করে দেয়ার সময় সেই মেয়েটা খুঁজে পেয়ে যাক মালাটা,
বাসিফুলের মালাটা হাতে নিয়ে ঘুমন্ত আমার দিকে একটু তাঁকাক ভালোবেসে!
 
... ... ...
 
রোজ রোজ "ভালোবাসি" বলে বিরক্ত করুক কেউ আমায়।
যাতে কোনদিন তার অনুপস্থিতিতে এই "বিরক্তিকর ভালোবাসি"-গুলো প্রচণ্ড মিস করি আমি!

এমন কাউকে দরকার খুব।
যাকে এই মধ্যদুপুরে হাত ধরে টেনে এনে চেঁচিয়ে বলি,

- "দেখো, কৃষ্ণচূড়া গাছটায় আগুন লেগেছে."
 
... ... ...
 
লেখাঃ রোড নং ছত্রিশ
তারিখঃ ৬১০২/৬০/২০