ভালোবাসার রাষ্ট্রদূত
... ... ...
- "ভালোবাসাতেই যখন যাবতীয় প্রবলেম,
তখন ছেড়ে দিন ভালোবাসাদের..
ভালোবাসারা নিজেরাই খুঁজে নিতে জানে, আগ্রহী কাস্টমারদের.."
খুব একচোট হেসে উত্তর দিয়েছিলো সে।
সালা, এইটিন সেঞ্চুরির কালিদাসের ভূত!
স্যুট-টাই চাপিয়ে আবার নিজেকে দাবীও করে,
.."আমি মহান ভালোবাসার রাষ্ট্রদূত!"..
... ... ...
যে ছেলে রাতজেগে চোখ লাল করে ফেলে,
কাউকে ভেবে ভেবে..
তুমি কিভাবে বুঝবে সেই ফ্রাস্টেশন কাকে বলে??
তুমিতো জানো,
কিভাবে একটুকরো কাগজ গোল্লা পাঁকিয়ে তামাক ভরে বাজারজাত করতে..
যে তামাকে ভালোবাসা নেই,
আছে লোকদেখানো শো-অফ আর বোবা বোবা নীলধোঁয়া!
সংসদে দাঁড়িয়ে তুমি ১০% ভ্যাট বাড়াতে শিখেছো,
শেখোনি অধরামৃত কিছু ছেলেদের ঘুমপাড়াতে!
... ... ...
যে মেয়ে আজোও শাড়িরজমিন ঠিকমত সাজাতে শেখেনি,
সে যদি স্কুলের ব্যাকবেঞ্চে বসে কান্না করে..
তোমরা তাকে ইঁচড়েপাকা বলো!
সালা, আজোও শীৎকার আর চিৎকারের তফাৎ বুঝলেনা.
তুমি কিভাবে আবেগ চেনাও?
যাও গিয়ে হকারমার্কেটের লেডিসদোকানে চাকরী নাও।
.."কি লাগবে আপু...এই যে আপু, এইদিকে...দেখেন না কি লাগে?.."
তোমাকে ওভাবেই বেশ মানায়!
.."কি লাগবে আপু...এই যে আপু, এইদিকে...দেখেন না কি লাগে?.."
তোমাকে ওভাবেই বেশ মানায়!
সস্তা মানসিকতার উদ্ভট ব্যাঙের দল.
... ... ...
ক্যান্ডেল-লাইট ডিনারে ডেকে রিং পরিয়ে,
যে ভালোবাসা কিংসাইজ বেডে শোয়াতে পারে,
১০টাকার ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে,
সেই ভালোবাসা অস্ফুটবাকে,
"ঘুমাই যাও পাগলী...ভালোবাসি তো"
- বলতেও পারে!
তফাৎটা মানসিকতায়।
তফাৎটা মানসিকতায়।
"ভালোবাসো?", "ভালো বাসায়" নিয়ে নয়!
"ভালোবাসো".."ভালোবেসে"
সালা, এইটিন সেঞ্চুরির কালিদাসের ভূত!
স্যুট-টাই চাপিয়ে দাবীও করে,
.."আমি মহান ভালো বাসার রাষ্ট্রদূত"..
... ... ...
লেখাঃ রোড নং ছত্রিশ
তারিখঃ ৬১০২/৮০/৪০
Post a Comment