-->

চাদের কার্নিশ

 
... ... ...

'চাদের কার্নিশ' বানানের মত কিছু ভুল ছিলো,
আমার, আমাদের এবং কিবোর্ডের।
আমি এবং আমার সপ্তর্ষিমণ্ডলের গল্পগুচ্ছ.
তুমি এবং তোমার অজানা কিছু স্পর্শ.
জমানো থাকুক ভুল "চাদের কার্নিশেই"...

সময়, স্বপ্ন এবং কিঞ্চিত ন্যাকামি
এইতো ছিলো পুরোটা বাড়ি জুড়ে।
ছিলো সাজানো বেঁতের চেয়ার,
ছিলো ধুলোজমা রংপেন্সিল,
ছিলো আধোয়া বালিশের কভার,
আর জংধরা দরজার খিল।

বাগানের ওপাশটায় নাহয় কোনদিন আমরা নাইবা গেলাম,
তাতে কি আর 'চাদের কার্নিশটা' ঠিক হয়ে যাবে?
যাবেনা...
তাই, জারবেরাগুলোতেও পানি দিইনি অনেকদিন।
 
... ... ...

দুটো বছরে বাড়ি না গোছালেও,
নিজেকে গুছিয়েছি অনেক।
সপ্তর্ষিদের নিয়ে গল্প লিখিনা,
চা, আলপিন এবং সিগারেটদের নিয়ে,
চার্লি কিংবা কিছু IR-sensor দিয়ে
সাজিয়েছি সব নতুন করে...

পরিপাটি করে সাজানো নতুন আরেকটি বাড়িও বানিয়েছি।
আয়না, টিপ, কাঁচের চুড়ি,
গীটারের 5th string, আর ফ্রিজে সবজি,
সব সব আছে নতুন বাড়িতে।

শুধু নেই, আমার ভুলেভরা 'চাদের কার্নিশে'.
সুখি চন্দ্রবিন্দুসমেত কুইলা!

তোমরা ভালো থেকো, তোমাদের চাদের কার্নিশে!
আমি রাতজাগি,
আমার নতুন বালিশে।
 
... ... ...
লেখাঃ রোড নং ছত্রিশ
তারিখঃ ৭১০২/২০/৮২.