উড়োচিঠি - ০১
শামিয়া,
আমি হাটুগেড়ে যদি দুই হাতভর্তি কাঁচাকদম এনে বলি,
- "আমার কেবল ওই ঠোঁটের নিচের তিলটাই চাই!"
দিবা?...বলো, দিবা??
আড়চোখে চোখাচোখি করতে করতে চোখগুলো ক্লান্ত।
রোজ অর্ধেকপথ হেটে হেটে পাগুলোও শ্রান্ত।
বলো শামিয়া,
ঝুমবৃষ্টিতে এই আমি ছাড়া আর কে কবে তোমার পিছু হেটেছে??
শামিয়া,
চশমার আড়ালে ওভাবে তাঁকায়না..
ক্যাফেটেরিয়ার দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হয়ে যায়,
আমার হৃদস্পন্দন!
বলো শামিয়া, কে কবে তোমায় দেখে এরকম বুকে হাত দিয়ে মাঝরাস্তায় দাড়িয়েছে??
শামিয়া,
এ অদ্ভুত লুলায়িত কবিতা পড়ে হেটার্সরা বলবে,
আমি প্রেমে পড়েছি!
বলো শামিয়া, প্রেমে তো রোজই পড়া যায় শতবার,
সবার কি আর তোমার মত স্নিগ্ধ ১টি তিল থাকে??...
আমি কি করতাম! কি করতাম আমি??
তোমারে দেখলে why জানি,
"আমার" "আমার" লাগে!
ও শামিয়া,
তোমারে আমার খুব ভাল্লাগে..
ইতি,
একজন বখাটে.
... ... ...
লেখাঃ রোড নং ছত্রিশ
তারিখঃ ৬১০২/৮০/৮১
Post a Comment