উদ্ভুট্টি কল্পনা
... ... ...
ঘুমভেঙে আজ আঁতকে উঠে দেখি,
"আমি ভালোবাসি তোমায়".
এতদিন পর?
...তবে এতদিন আমি কি ভুল ছিলাম?
তাতো হওয়ার নয়!
টুয়েন্টি-ফোর আওয়ার্সের জঞ্জাল ঠেলে সদ্য আবিষ্কার করা আবেগকে যে,
এক ফুঁ তে অবিশ্বাস করতে পারে সে তো আমার নয়!
তবে নিশ্চয়ই আমিই ভুল ছিলাম!
...তবে এতদিন আমি কি ভুল ছিলাম?
তাতো হওয়ার নয়!
টুয়েন্টি-ফোর আওয়ার্সের জঞ্জাল ঠেলে সদ্য আবিষ্কার করা আবেগকে যে,
এক ফুঁ তে অবিশ্বাস করতে পারে সে তো আমার নয়!
তবে নিশ্চয়ই আমিই ভুল ছিলাম!
... ... ...
রাতজেগে যখন অপেক্ষা করতাম ১টা ছোট মেসেজের,
আমাকে তুমি কোনদিনই হতাশ করোনি!
ছোট করেই মেসেজ দিতে,
- "..ও"
তখন আমি নীরবে আকাশ দেখতে চলে যেতাম!
... ... ...
আবেগ তখনো কাজ করতো,
যখন মাঝরাত্রিতে শুনি তোমার গায়ে ১০৩ ডিগ্রী জ্বর!
আমি ফোনের এপাশটায় ছটফট করতাম,
.."কি করবো?".. "কি করা যায়?"..
একটা সময় ফজরের আজানের শব্দে ঘোর ভাঙে,
ওপাশে ফোন কানে নিয়েই তুমি ঘুমিয়ে গিয়েছো!
ঘুমের ঘোরে শুনতেই পাওনি আমার অস্ফুট কথাগুলো।
..তবে এটাও কি আমার ভুল?
যখন মাঝরাত্রিতে শুনি তোমার গায়ে ১০৩ ডিগ্রী জ্বর!
আমি ফোনের এপাশটায় ছটফট করতাম,
.."কি করবো?".. "কি করা যায়?"..
একটা সময় ফজরের আজানের শব্দে ঘোর ভাঙে,
ওপাশে ফোন কানে নিয়েই তুমি ঘুমিয়ে গিয়েছো!
ঘুমের ঘোরে শুনতেই পাওনি আমার অস্ফুট কথাগুলো।
..তবে এটাও কি আমার ভুল?
... ... ...
এতটা রাত ঘুমিয়ে আজ যখন ঘুম ভেঙে আঁতকে উঠি,
"আমি তোমাকে ভালোবাসি"...
তখন তুমি অক্ষর সাজিয়ে স্ট্যাটাস দাও অন্যকে নিয়ে!
যেই স্ট্যাটাসের শব্দের ভীড়ে ভুল আবেগ নিয়ে নিজেকে খুঁজতে যাই।
প্রতিটি স্ট্যাটাসে নিজেকে বারবার খুঁজতে গিয়ে এতসময় পর আমি আবিষ্কার করে ফেলি,
"আমি ভালোবাসা কি জানিই না"
কেবল রাতটা বাড়লে হাতের তালুতে শুকনো কিছু পাতা ডলতে ডলতে ভুল করে বলেই ফেলি,
- "আমি তোমাকে ভালোবাসি....আর তুমি?"
অতঃপর...
স্নিগ্ধ কিছু স্বপ্নবিলাস!
... ... ...
লেখাঃ রোড নং ছত্রিশ
তারিখঃ ৬১০২/৮০/০২
Post a Comment