I'm an Albatross
... ... ...
আমি যাদের ছেড়ে এসেছিলাম, তারা সবাই এখন খারাপের দলে।
তারা যে আগেও খারাপ ছিলো না,
বা আমার সাথে থাকাবস্থায় খুব একটা ভালো ছিলো
- ব্যাপারটা কিন্তু এমনও নয়।
তবে কি জানেন তো, এক আকাশ অমাবস্যার অন্ধকূপ থেকে,
একটা বাঁকা চাঁদ ভালো!
... ... ...
আমি যাদের ছেড়ে এসেছি, তাদের কেউই ভালোবাসতে জানতোনা।
আমি তাদের দায়িত্ব নিয়ে শিখিয়েছি কিভাবে ভালোবেসে হাত ধরতে হয়,
কিভাবে সম্মুখ দাঁত দিয়ে কামড়ে ধরতে হয় ঠোঁট অথবা
দিয়েছি বুকের খাঁজে লুকানো তিলগুলোর সন্ধান।
.
তাদের ছেড়ে আসার পরপরই সেই হাতগুলো আজ ব্যস্ত কারো শিশ্ন আঁকড়ে ধরতে,
পরম দৃঢ়তায় ঠোঁট সস্তা লিপস্টিকে।
আর বুকের সেই খাঁজ আর তিল?
সেগুলো কোনটাই আর লুকানো নেই।
ট্রান্সপারেন্ট ড্রেসে মুড়িয়ে আমার প্রাক্তনেরা আজ ভিন্ন কোনো ফ্লাটে বেডরুমের শোপিস...
... ... ...
শুনেছি প্রেমিকারা নাকি মেয়ে নয়, রমণী।
মেয়েদের বুকে মন থাকলেও, রমণীদের সেথায় শুধুই স্তন।
আর আমি? আমি বুঝি জেরুজালেমে ঘুরে বেড়ানো নিরীহ মেষ! মোটেই না।
প্রাক্তনেরা যদি হয় ভেসে যাওয়া জাহাজ।
আমি তবে পথহারা এলবেট্রস.
উড়তে উড়তে ঠিকই খুঁজে নিতে পারি নতুন কোনো অনাবাদী দ্বীপ।
দারুণ আগ্রহে গড়ে তুলি আরোও একটি সমৃদ্ধ বন্দর.
.
শুনেছি আমি যাদের ছেড়ে চলে আসি,
তাদের বন্দরে নিত্য খালাসীদের আনাগোনা।
তবে কি আমি অমরাবতীর কারিগর?
.... .... ....
...কাউকে ছেড়ে আসার পর আমি নিজেও যে খুব তৃপ্ত থাকি তা কিন্তু নয়।
সাঁঝ আকাশের সন্ধ্যাতারায় আমারো কাঁপন ধরে,
প্রথম যেজন আমায় ছেড়ে চলে গিয়েছিলো তাঁকে ভীষণ মনে পড়ে।
.
যাদের আমি ছেড়ে এসেছি তারা সবাই খারাপ আছে জেনেও আমি,
হাসতে হাসতে নোঙ্গর তুলে নতুন দিকে হাটতে পারি।
তবু এটাও ঠিক যে, একটা বাঁকা চাঁদেও ভীষণ চন্দ্রগ্রহণ লাগে,
মাঝে একলা ওড়া এলবেট্রসদেরও বোবাকান্না জাগে।
😶
তবু এটাও ঠিক যে, একটা বাঁকা চাঁদেও ভীষণ চন্দ্রগ্রহণ লাগে,
মাঝে একলা ওড়া এলবেট্রসদেরও বোবাকান্না জাগে।
😶
তারিখ: ৭১০২/৯০/০৩.
লেখা: রোড নং ছত্রিশ.
লেখা: রোড নং ছত্রিশ.
Post a Comment