কবিতার Mime
... ... ...
অদ্ভুতুড়ে রাতগুলো আজকাল প্রায়ই আমায় এলোমেলো করে দিচ্ছে।
এই যে আমি, চশমাপরে উদ্ভটভাবে চাদর গায়ে হাটছি।
আমি কি ভেবেছিলাম মাঝরাতে এভাবে দেখা হয়ে যাবে আমাদের?
"তুমি"
আমার কাছে কেবলই একটি শব্দ নও।
"তুমি" আমার সম্পুর্ন অস্তিত্বকে জাহির করো।
- 'আচ্ছা তারপর, আছো কেমন?'
- "যেরকম রেখে চলে গিয়েছিলে সেরকমই"
- 'আমি বুঝি একাই ছেড়ে দিয়েছিলাম তোমায়?...তুমি আমায় ছাড়োনি?'
- ''আমি তোমায় কোনদিন ঠিকমত ধরতেই শিখিনি...ছাড়বো কিভাবে!''
অতঃপর তুমি আমার চোখের দিকে চোখ রেখে নিষ্পলক তাঁকিয়ে রইলে...
আর আমি তিনরাস্তার মোড়ে তোমায় রেখে চলে এলাম।
... ... ...
অদ্ভুতুড়ে রাতগুলো আজকাল প্রায়ই আমাকে এলোমেলো করে দিচ্ছে এভাবে।
নাহয় তুমি মারা যাওয়ার পরেও কিভাবে আমার সাথে কথা বলো???
গাঁজার ধোয়া, সিগারেটের ধোয়ার তফাতটা বুঝতে শিখেছি কিছুদিন হলো।
এত জলদিই আমি তোমায় কিভাবে পাশাপাশি দেখি?
আমার ইয়েটা আজোও আগের মতই বাড়াবাড়ি রকমের বেশি।
নাহয়, এই মাঝরাস্তায় দাড়িয়ে কেউ গোলচাঁদ দেখে কাঁদে বলো???
.."চাঁদ তুই কাঁদিস কেনো?
আমার চশমার কাঁচ ঘোলা হয়ে যায়.
আকাশ-আমি একলা দাড়িয়ে,
মুখোমুখি তবু কতদূর মনে হয়"..
... ... ...
লেখাঃ রোড নং ছত্রিশ.
তারিখঃ ৬১০২/২১/৫১
.তারিখঃ ৬১০২/২১/৫১
Post a Comment