-->

সমবয়সী প্রেম vs মেয়েদের মন ও আপনি


বয়ঃসন্ধিকালে যখন একটা ছেলের ভিতর কামবোধ জাগ্রত হয়,
একটা মেয়ের ভিতর তখন সৃষ্টি হয় মমতা, মার্তৃত্ববোধ!

খুব ছোটখাটো কিছু উদাহরণ দিচ্ছি,

সকলের একটা কমন ধারণা থাকে, মেয়েরা "গাঞ্জাখোর/স্মোকার" ছেলেদের সাথেই প্রেম করে।
ভালো ছেলেদের বানিয়ে দেয় বন্ধু বা ভাই.
ব্যাপারটা একেবারে সঠিক না হলেও, পুরোপুরিভাবে ভুলও না.

যখন টিনেজ ছেলেগুলো সাইবার ক্যাফেতে গিয়ে ৮৯.কমে ক্লিক করে,
সমবয়সী মেয়েটা হয়ত তখন ছলনা, রাগ বা অভিমান এর দোহাই দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কোন স্মোকার ছেলেকে সিগারেট ছাড়া করতে...

- "আজ থেকে সিগারেট খাবেন না"
- "সিগারেট খাইলে আমি কথা বলবনা বাই"
- "স্মোক করলে তোমার সাথে কথা নাই"

এগুলা প্রায় প্রতিটা মেয়ের লাইফে কমন কিছু লাইন।
বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা মমত্ববোধ থেকে লাইনগুলা ইউজ করে থাকে।

"সিগারেট ছাড়া" করতে গিয়ে টিনেজ মেয়েটা যখন স্মোকার ছেলেটার কাছাকাছি চলে আসে, প্রেমে পরে যায়,
সমাজ আঙুল দিয়ে বলতে থাকে,

"ভালো পোলাগুলা সিঙ্গেলই রইয়া গেলো, সব সুন্দরি সালা গাঞ্জুট্টিগুলা পাইলো!"

আর অন্যদিকে টিনেজ ছেলেগুলোর প্রথম ক্রাশগুলা বেশিরভাগই হয় ক্লাসমেট।
ক্লাস ২/৩ থেকে একসাথে যার সাথে কাটিয়ে এলো, হুট করে সেই মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগতে শুরু করে ছেলেগুলোর কাছে।
> প্রেমে পরে যায়,
> প্রপোজ,
> ইগ্নোর,
> হাতকাটা,
> ভবের স্মোকার সাজা,
আহা! কতকিছুই না হয়ে যায়...

কিন্তু বোকা ছেলেগুলো কখনই বুঝেনা সেম এজের মেয়েগুলো একসাথে এতদিন কাটানো বন্ধুগুলোকে হুট করে প্রেমিক ভাবতে পারেনা।
মেয়েগুলো যতই তাদের বন্ধু হিসেবে রাখতে চায় ছেলেগুলো ততই বেপরোয়া হয়ে যায়!
শুরু হয় ভুল বুঝাবুঝি, রাগারাগি, কান্নাকাটি, খাওয়াদাওয়া অফ!

এমন অনেক মেয়ে আছে,
যারা তখন বাধ্য হয়ে ছেলেগুলোর লাইফ বাঁচাতে "কেয়ারিং বা তথাকথিত প্রেমিকার" অভিনয় করে.

তখনও সেই একই কথা,
ছেলেগুলোর ভিতর কাজ করে কাম, আর মেয়েগুলোর ভিতরে মমত্ব.

... ... ...

ক্লাস ৮/৯/১০ পাস করতে করতে ততদিনে ছেলেগুলোর মোহ কেঁটে যায়। নিজেদের শুধরে নিতে শিখে, তৈরি হয় "Own Personality".

আর মেয়েগুলো??

মেয়েগুলো তখনও সেই মহান দায়িত্ব পালন করে যায়,
মমত্ববোধ এর দরুন কোন স্মোকার ছেলেকে দায়িত্ব নিয়ে ননস্মোকার বানায়.

মজার ব্যাপার হলো, বেশিরভাগ ক্ষেত্রেই টিনেজ ছেলেটা স্বপ্নে যেই ক্লাসমেটকে নিয়ে ভেবে ভেবে ঘুমায়.
বাস্তবে সেই মেয়েটার কাছে ছেলেটা একপ্রকার ছোটভাই হয়ে থাকে!
ছেলেটা তখন ছ্যাকা খেয়ে সিগারেট ধরে।
এবং ধাপেধাপে হাতে সিগারেট আর কানে Artcell, Lalon, Metal লাগিয়ে কলেজে উঠে যায়!

এই ছ্যাকাখাওয়া স্মোকার ছেলেটার দায়িত্ব নিতে, এগিয়ে আসে স্কুলপড়ুয়া অন্য কোন মেয়ে...

আবারো সেই অভিমান এর দোহাই দিয়ে সিগারেট ছাড়া করার প্রয়াস,
অতঃপর হয়ত আরেকটি টিনেজ প্রেম.

এভাবেই চলছে টিনেজ প্রেমের সার্কেলটা!


... ... ...

তবু বছর গড়িয়ে ফেব্রুয়ারি মাস এলে চারিদিক থেকে একই হাহাকার কানে আসে,

"ভালোগুলা সব সিঙ্গেল রইয়া গেলো, সব সুন্দরি সালা গাঞ্জুট্টিগুলা পাইলো!"

ভাই আপনাকে বলি, হাহাকার না করে অপেক্ষা করেন।
নিশ্চয়ই আপনার দায়িত্ব নিতে কোন এক মমতাময়ী তরুনী আসছে!

Treat her like an Angel.
Don't break her heart or bed!
... ... ...

লেখাঃ রোড নং ছত্রিশ
তারিখঃ ৭১০২/২০/৮০