-->

| | বিবাগী ট্রেন | |



... ... ... 

খামখেয়ালী ট্রেনের টিকেট, একলা বোবাঝড়
দূরে গেলেই কাঁপিস জেনেও বাধলি কেনো ঘর?
আমার জন্যে তোরও বুঝি কান্না কান্না জমে!
ভুল দূয়ারে ঠাই নিস তুই যখন বর্ষা থামে।
.
কমবয়সের দোষে বাড়ে ভুল সময়ের পাপ
মাঝপথে তুই দাঁড়িয়ে যাবি, ভাবতে পারিনা।
হাত বাড়িয়ে তপ্ত বাষ্প ছুঁতে গিয়ে দেখি,
আমার হাতের অন্যের পাঁচ তোর অংশ না।
.
তোরও হতো তুই যদি অন্য কারোও হতি,
অন্য কারোও ঠোঁটের ভেতর জমতো অভিমান।
তা না করে বেখাপ্পা তুই, বদলে গেলি দেখে
ট্রেনের টিকিট হারিয়ে ফেলে, শেকল দিলেম টান।
...  ...  ... 

তারিখঃ ৯১০২/৬০/৪২
লেখাঃ রোড নং ছত্রিশ