-->

| | মানুষ ও কিছু উন্নত সভ্যতার মাপকাঠির গল্প | |


পৃথিবীর সবচেয়ে বুদ্ধিবৃত্তিক উন্নত প্রাণীর কথা বললে, নিঃসন্দেহে মানুষের নাম সবার উপরে আসবে। চলে আসবে সেসব মহান কৃতিত্বর গল্প, মানুষ হিসেবে কি আমরা করিনি?
সেই আদীম গুহাযুগ থেকে বেড়িয়ে দোপেয়ে আমরা গড়ে তুলেছি পরিবার, খাদ্যাভ্যাস, নগর, শহর, রাজ্য, দেশ। শারিরীক বিচারে বাস্তুসংস্থানের মাঝামাঝিতে থাকা একটি প্রাণী কিভাবে বাস্তুসংস্থানের শীর্ষে চলে এলাম, সেতো আমাদের উন্নতির ধারাবাহিকতার কথাই বলে, তাইনা?
.
কিন্তু কখনো কি প্রশ্ন এসেছে মাথায়, ঠিক কতটা উন্নত আমরা মানুষ হিসেবে? বা উন্নতির মাপকাঠিই বা কি? কতটুকু অর্জন করলে সেই প্রাণীকে বা সিভিলাইজেশ্যনকে আপনি উন্নত বলে দাবী করতে পারেন? কিংবা মানুষই কি একমাত্র উন্নত প্রাণী? 
নিশ্চয়ই কোনো একটা মাপকাঠি আছে এসবের উত্তর দেয়ার কিংবা থাকা আবশ্যক। 
এরকমই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজ শুনাতে এলাম, সভ্যতা উন্নতির মাপকাঠির গল্প।

...  ...  ... 

Nicolai Kardashev


সে অনেকদিন আগের কথা,
১৯৬৪ সনের দিকে তৎকালীন সোভিয়েত এস্ট্রোনমার নিকোলাই কার্ডাশেভ(Nikolai Kardashev) নামের এক লোক, মহাবিশ্বে আমরা বাদেও কোনো বুদ্ধিমান প্রাণি আছে কিনা সে ব্যাপারে গবেষণা করতে করতে একটি সিদ্ধান্তে আসেন,

- একটি সভ্যতা দিনদিন যত বড় এবং উন্নত হতে থাকবে, তার এনার্জি ডিমান্ডও দ্রুত বাড়তে থাকবে। হতে পারে দ্রুত বর্ধনশীল জনসংখ্যার চাহিদা পূরণের জন্য কিংবা বিপুল পরিমাণে ম্যাশিন ব্যবহারের জন্য। সভ্যতাটি ঠিক কতটুকু এনার্জি গ্রহণ করলো এবং ব্যবহার করলো তার একটা রেশিও নিশ্চয়ই থাকার কথা।
এরকমই একটি ধারণা থেকে তৈরি করা হয় একটি মাপকাঠি যা "The Kardashev Scale" নামে পরিচিত।

এবং মূলত এই "কার্ডাশেভ স্কেল" দিয়েই আপনি বের করতে পারবেন, আপনি কতটুকু উন্নত বা আরোও কতটুকু উন্নয়ন আপনার প্রয়োজন।

... ...  ...

3 Type of Civilization


কার্ডাশেভ স্কেলে মোট ৩টাইপের সভ্যতার বর্ণনা দিয়েছিলেন নিকোলাই কার্ডাশেভঃ

- টাইপ ১ সিভিলাইজেশ্যন
- টাইপ ২ সিভিলাইজেশ্যন
- টাইপ ৩ সিভিলাইজেশ্যন

পরবর্তীতে কার্ল স্যাগান, মিশিও কাকুর মত প্রমুখজনের কাছে এসে স্কেলে আরোও ৪, ৫, ৬ টাইপ সংযোজিত হয়েছে। 

আমি থিওরিটিক্যাল সুত্রসমূহকে আপাতত স্কিপ করে আলোচনাটাকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাইছি।
আচ্ছা, অনুমান করে হলেও বলুনতো এই বেসিক ৩টা টাইপের মধ্যে আমরা পৃথিবীর মানুষ কোন টাইপের সিভিলাইজেশ্যন?

শুনে হয়তো অবাক হবেন, আমরা এই ৩টাইপের একটা টাইপেও নেই। এই বিশাল বিশাল অট্টালিকা, পুস্তক ভর্তি থিওরি আর ওই স্যাটেলাইট আর পারমানবিক আবিষ্কারের সম্ভার আমাদের আজো "Type I Civilization" হওয়ার যোগ্যও করে তুলতে পারেনি।
মানুষ হিসেবে আমরা আজোও মরা গাছপালা ও অন্য প্রানী থেকে সরাসরি এনার্জি গ্রহণের উপর নির্ভর করে বেঁচে থাকি।
কার্ডাশেভ স্কেলে "Type 0 Civilization" এর কোনো উল্লেখ নেই। যদি থাকতো তবে আমরা আজ, টাইপ জিরো সিভিলাইজেশ্যনের আওতায় আছি এখনো।

জিনিসটা অদ্ভুত তাইনা? যদি আমরা এত উন্নত হয়েও টাইপ জিরোতে থাকি, তাহলে যে টাইপ ১,২,৩,৪... এর কথা স্কেলে বলা হয়েছে তারা কেমন উন্নত? কি তাদের উন্নয়নের মাত্রা? শুনে আসি সেসব উন্নতির কথা।

... ...  ...



টাইপ ১ সভ্যতাঃ 

সেই প্রজাতিই "Type I" এর আওতায়, যারা তাদের নিজস্ব নক্ষত্র হতে আগত ম্যাক্সিমাম এনার্জি ব্যবহার করতে জানে। 
এরা নিজ প্ল্যানেটের উপর ফুল কন্ট্রোল রাখে। ইচ্ছামত জলবায়ু, ভূমিকম্প ভলকানোর আউটপুট চেঞ্জ করে ফেলতে পারে। জলে বা স্থলে বসবাস এদের নিকট মাথাব্যথার বিষয় হয়ে ওঠেনা।

শুনতে কল্পকাহিনির মতো শোনালেও, রোজ সূর্য থেকে আগত শক্তির ১০%ও আমরা আজোও ঠিকমতো ব্যবহার করতে জানিনা। আমাদের ম্যাশিনারিজ এখনো ওত এডভান্স হয়ে উঠতে পারেনি। যতটা তেল গাড়িতে ইনপুট দিচ্ছেন, ততটা মাইলেজ আপনি পাচ্ছেন না, সিস্টেম লস বলে ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন রোজ। এ থেকেই বোঝা যায়, আমরা আসলেই কত কম এনার্জি ব্যবহার করছি।
.
সেই ১৯৬৪ তে নিকোলাই কার্ডাশেভের হিসাবে আমাদের উন্নতির মাত্রা ছিলো ০.৭।
সর্বশেষ ২০১৮তে গোটা মানবজাতির এনার্জি প্রোডাকশনের হিসাবে, আমাদের বর্তমান ভ্যালু কার্ডাশেভ স্কেল অনুযায়ী ০.৭৩।
অর্থাৎ, টাইপ ১ সভ্যতায় পা রাখতে আমাদের বর্তমান শক্তির ব্যবহার ১০০,০০০ গুণ বৃদ্ধি করতে হবে আরোও!
আমরা কি আদৌ কখনো এই বিপুল পরিমাণ শক্তির ব্যবহার করতে জানবো? এত এডভান্স হওয়া কি আদৌ আমাদের দিয়ে সম্ভব? 
নাকি আমরা টাইপ জিরো সভ্যতা হিসেবেই বিলুপ্ত হয়ে যাবো?

সেসম্পর্কে একটু পরে আসছি, চলে যাই পরের লেভেলে।

... ...  ...

Dyson Sphere


টাইপ ২ সভ্যতাঃ

বলে রাখা ভালো Type I-এ যে এডভান্স প্রজাতির কথা আমরা জেনেছি, সেসব উন্নতি কেবলই কিছু "বেসিক উন্নতি" মাত্র৷ কোনো Type I-এর প্রজাতি কখনো নিজেদেরকে চাইলেও বিলুপ্তি থেকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারেনা। তার জন্য, চাই সায়েন্টিফিক্যালি আরোও আ-রো-ও বেশি উন্নয়ন।
সেখান থেকেই আসে Type II এর কথা...

এরা সেই প্রজাতি যারা তারা তাদের নিজস্ব স্টারের গোটা কন্ট্রোল নিজেদের কাছে রাখতে জানে। Ok, what? 
আস্ত সূর্যকে কন্ট্রোলে রাখার মতো ম্যাকানিজম? আদৌ কি এরকম কিছু থিওরিটিক্যালি পসিবল?
উত্তর হলো, হ্যা পসিবল। কয়েকটা ম্যাথড রয়েছে। তবে সবচেয়ে পপুলার মেথড হলো, "Dyson Sphere".
সোজাভাবে বললে, ডায়সন স্ফিয়ার সেই বস্তু যা লাগিয়ে আপনি একটা আস্ত এক্টিভ স্টারকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক যেভাবে ওয়াশরুমের ট্যাপ দিয়ে ইচ্ছামত পানি ব্যবহার করেন।
.
আপনারা হয়তো বিভিন্ন সাই-ফাই মুভিতে "Eternal Engine" এর নাম শুনে থাকবেন। সেই ইঞ্জিন, যা ইনফিনিটি সময় ধরে আপনাকে পাওয়ার সাপ্লাই দিয়ে যাবে। অনেকটা সেরকমই একটা এডভান্স সিস্টেম থাকবে এই Type II সভ্যতার নিকট।
এত বিপুল শক্তির উৎসর জন্য চাই একটা আস্ত নক্ষত্রের ম্যাক্সিমাম এনার্জি। আর এই বিশাল মাত্রার এনার্জি ঠিক কি কি কাজে লাগাতে পারে একটা Type II সভ্যতা, সেটাই তাদের প্রিভিলেইজ।

সর্বপ্রথম সুবিধা, একটি Type II সভ্যতা কখনো বিলুপ্ত হতে পারেনা। থিওরিটিক্যালি বলুন বা সায়েন্টিফিক্যালি ভাবুন, এটা সম্ভব না।
মানুষকে দিয়েই উদাহরণ দিই, ধরেন একটা বিশাল আকারের বস্তু আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে, ধরুন চাঁদের সাইজেরই একটা উল্কা। যদি আমরা Type II সভ্যতায় থাকি, আমরা উল্কার হাত থেকে কয়েকভাবে নিজেদের বাঁচাতে পারবো-

১. আমাদের বায়ুমন্ডলে প্রবেশের পূর্বেই উল্কাটাকে ফুটিয়ে গুড়ো করে দিবো।
২. আমাদের হাতে পর্যাপ্ত সময় পাবো আমাদের গ্রহটাকেই উল্কার আসার পথ থেকে সড়িয়ে ফেলার। মানে, পৃথিবীকে আমরা তার কক্ষপথ থেকে সড়িয়ে নিবো।

ব্যাপারটা কতটা মজার, ভেবে দেখুন। এবং একইসাথে ভাবুন, টেকনোলজিক্যাল এডভান্সটুকুও কতটা বড় মাপের হতে হবে তার জন্য।

সেরকম একটা পজিশনে পৃথিবী থেকে মঙ্গলে যাওয়া হবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার মতো ব্যাপার। নিজ বাসা-বাড়ির মতো ডেকোরেশন করা হবে সোলার সিস্টেমের বাকি গ্রহগুলোকে।
যদি এতটাই উন্নত হতে পারে Type II সভ্যতা, তাহলে Type III সভ্যতার অর্জন কি সেটা একটু কল্পনা করা যাক।

... ... ...

Central Blackhole


টাইপ ৩ সভ্যতাঃ

এই পর্যায়ে আসা একটি প্রজাতির কাছে গোটা গ্যালাক্সির সকল প্রকার এনার্জি সোর্স এবং সেসবের ব্যবহারের সম্পূর্ণ নলেজ চলে আসে এবং তাদের সুযোগ করে দেয় গ্যালাক্সির পর গ্যালাক্সি রাজত্ব করার।
যদি নিজেদেরকে ওরকম একটি জায়গায় ভাবতে চাই তার জন্যে প্রয়োজন হাজার বছরের বিবর্তন - বায়োলজিকালি এবং টেকনোলজির দিকেও - সে হবে এক নতুন মানুষের প্রজাতি।
কেননা, এই বর্তমান বায়োলজিকাল কাঠামোর মানুষ ওরকম একটা স্টেজে কখনো যেতে পারবেনা। 

বুঝার সুবিধার্তে আবারো সাই-ফাই গল্পে আসা যাক, বিভিন্ন বই বা সিনেমাতে আমরা Cyborg (Cybernetic organism, being both biological and robotic) এর কথা শুনেছি। অনেকটা ওরকম একটা প্রজাতিকেই আপনি Type III প্রজাতি হিসেবে কল্পনা করতে পারেন।

এরকম একটা স্টেজের প্রজাতি, নিজেদের এবং রোবটিক কলোনি স্থাপন করতে জানে। যেসব রোবট আবার "Self Replicated", মিলিয়ন মিলিয়ন কপি এবং জনসংখ্যার রাজত্ব ছড়িয়ে যায় গ্রহের পর গ্রহে।
এনার্জি দরকার? নিকটবর্তী স্টারে "ডায়সন স্ফিয়ার" বসাও।
আরোও এনার্জি দরকার? আশেপাশে কোনো ব্লাকহোল আছে কিনা খুঁজো। 
একটা Type III সভ্যতার কাছে নিজ গ্যালাক্সির Central Blackhole থেকে এনার্জি গ্রহণ করার ক্ষমতা থাকে।

আলোর গতিতে ভ্রমণ, এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে জাম্প করার মতো হাইপারস্পেস টেকনোলজিস, ওয়ার্মহোল টেলিপোর্টেশন - এমন আরোও কিছু উন্নতির শীর্ষে থাকে একটি "Type III Civilization".

... ... ... 

এতটুকু অবধি এসে যদি আপনি হাপিয়ে যান ভাবতে ভাবতে, হতাশ হবেন না আমাদের নিকোলাই কার্ডাশেভও হাপিয়ে গিয়েছিলেন।
তিনি বিশ্বাস করতেন, একটা সভ্যতা Type III তে পৌছে যাওয়ার পর আর সামনে কিছু ভাবার প্রয়োজন থাকেনা। তাই তিনি Type IV, V নিয়ে সামনে আর ভাবেননি।

কিন্তু, আসলেই কি লিমিটেশন দেয়া যায়? ইতিমধ্যেই কি আমরা লিমিটেশন ক্রস করিনি?
তাহলে আরেকটু সামনে যেতে কি সমস্যা?



Carl Sagan, Michio Kaku দের মতো প্রমুখ Theoretical Physicist-রা আরোও কয়েক টাইপ সভ্যতা উপহার দিয়েছেন আমাদের মস্তিষ্ককে আরেকটু গভীরে ভাবার জন্য। সংক্ষেপে বর্ণনা করি তাদের,

টাইপ ৪ সভ্যতাঃ

Type III তে আমরা দেখেছি সভ্যতাটি গ্যালাক্সির পর গ্যালাক্সি কন্ট্রোল করতে জানে। তাহলে সেখান থেকে ভাবনার ঘোড়া ছেড়ে দিয়ে ভাবুন, একটা ইউনিভার্সের সবকটা গ্যালাক্সিই আপনি ভ্রমণ করেছেন, কন্ট্রোল করেছেন, ডেকোরেট করেছেন। সুতরাং, স্বাগতম আপনি এখন একটি Type IV Civilization.

এরা এক আস্ত ইউনিভার্সকেই ইউজ করার ক্ষমতা রাখে। সমস্ত ডার্ক ম্যাটার ইউটিলাইজ করতে জেনে যায়। স্পেস-টাইম ফেব্রিকেশন নিজেদের মতন আংশিক বদলাতে জেনে যায়।

এবং যখন আপনি এরকমই একটি সভ্যতার কথা ভাবছেন যে একটা ইউনিভার্সকে কন্ট্রোল করতে শিখে গেছে, তারমানে পরের স্টেজে এসে যায় Type V Civilization.

টাইপ ৫ সভ্যতাঃ

একটা গ্যালাক্সি শেষ করলে চোখ যদি আরেকটা গ্যালাক্সির দিকে যেতে পারে। তবে Type IV সভ্যতার একটা ইউনিভার্স ফেলে আরেকটা ইউনিভার্সেও চোখ যেতে পারে।
সুতরাং Type V Civilization এ এসে গেলে, আপনার জন্য মাল্টিভার্স এক্সিস্ট করে। সেখানে আর ইউনিভার্স দিয়ে ব্যাখ্যা চালানো যাবেনা।

এরা নিজ ইউনিভার্স এবং আশেপাশের কয়েকটা ইউনিভার্সের এনার্জি ইউজ করতে জানে। পূর্বের মতো স্পেস-টাইম ফেব্রিকেশনের সীমিত জ্ঞান এখানে এসে হয়ে যায় সম্পূর্ণ। অর্থাৎ মাল্টিভার্সের ডেকোরেশন করতে জানা সভ্যতার নিকট স্পেস-টাইম কোনো প্রতিবন্ধকতা নয়, বরং প্রতিদিনকার ব্যবহারের একটি অংশ।
যেভাবে আপনি আপনার mp3 player এ একটি গানকে আঙুল দিয়ে টেনে সামনে পিছে করতে পারেন, Type V এর কেউ সময়কে সেভাবে আগুপিছু করতে জেনে যায়।


টাইপ ৬ সভ্যতাঃ

এখানে এসে আর মাল্টিভার্সে নিজেদের কল্পনা আঁটকানো যায় না। কেনোনা একটি Type V সভ্যতা একটার পর একটা ইউনিভার্স শেষ করতে যখন শুরু করে তারা পৌছে যায় Type VI Civilization এ।
যারা ইনফিনিটি সংখ্যাক মাল্টিভার্সকে ইউজ করতে জানে। অর্থাৎ যতগুলো ইউনিভার্স এক্সিস্ট করে সবগুলোকেই নিজেদের ইচ্ছামতো ব্যবহার করতে জানে। এটা একটা অতিমাত্রায় কাল্পনিক এক সভ্যতা।

আর একারণেই Type VI Civilization এরপর আর কিছু কল্পনা করতে পারেনা আমাদের মস্তিষ্ক। কারণ সেই এলিমেন্ট আমাদের নলেজের বাইরে।

টাইপ ৭ সভ্যতাঃ

Type VII নিয়ে আলোচনা করা মানে "গড স্টাফ" আলোচনা হয়ে যাবে।
যারা আস্ত মাল্টিভার্স বা ইউনিভার্স কন্ট্রোল করতে জানে। টাইম-স্পেস পুরোটাকে রিডিজাইন করতে জানে। এই সভ্যতা নিয়ে ভাবাও আমাদের কল্পনার বাইরে।
ঠিক যেনো আমরা ভাবতে বসেছি, ঈশ্বরের জ্ঞান কতটুকু তা নিয়ে।

... ... ...



"The Kardashev Scale" এর এই উন্নতির মাপকাঠিতে আমরা এই ২০২০ এর মানুষ যখন এখনো টাইপ ১ এ পা রাখতে শিখিনি, যেখানে Covid-19 এর মতো কিছু ভাইরাসই যেনো আমাদের বিলুপ্তির ঘন্টা বাজানোর পায়তারা করছে, সেখানে টাইপ ৩ বা ৪ এর মতো উন্নতির চিন্তা করা আমাদের জন্য আসলেই আষাঢ়ে গল্প হয়ে যায়।

তবুও মিশিও কাকুর মতোন মানুষেরা আশা করে, আমরা আগামী ১০০-২০০ বছরের মধ্যেই Type I Civilization-এ পা রাখবো।
নিজেদের গরীমায় পৌছাবো পার্শ্ববর্তী গ্রহগুলোতে।
যেভাবে একদিন গুহা থেকে বেরিয়ে প্রথম পাথর হাতে ঠুকেছিলাম আগুনের শিখা, সেভাবেই একদিন আমরা ছুটে যাবো দূর নক্ষত্রের দিকে ডায়সন স্ফিয়ার সাথে করে। 

আমরা মানুষ এজন্য হইনি যে, আমরা বাকি প্রাণীদের চেয়ে সুপিরিয়র। বরং আমরা মানুষ এজন্যই, আমরা জানি কিভাবে স্বপ্ন দেখতে হয়।
যে স্বপ্ন দেখতে জানে, একদিন সে ঠিকই সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য উঠেপড়ে লেগে যায়।

আজ উন্নতির মাপঝোঁকের গল্প এটুকুই।
পরের গল্পে শুনবো, উপরে বর্ণিত Type I, II, III Civilization গুলো কি অলরেডি আমাদের এই ইউনিভার্সেই উপস্থিত কিনা?
জানবো, এলিয়েন কি আদৌ রয়েছে নাকি কোনো উন্নত টাইপের সভ্যতাকেই আমরা এলিয়েন নামের Myth দিয়ে চালিয়ে দিচ্ছি?

[তথ্যসূত্রঃ Wikipedia, Some articles]

... ... ...

| | পৃথিবী ও মানুষ (পর্ব-০২) | |

তারিখঃ ০২০২/৫০/৩২.
লেখাঃ রোড নং ছত্রিশ.