রোজ যেভাবে প্রেমে পরি
... ... ...
আমার বোধহয় তাঁর প্রেমেই পরা উচিত,
যে মেয়েটা আমি দুপুরে খাইনি শুনে গাল ফুলিয়ে বসে থাকছে বিকালবেলায়..
অথবা সেই মেয়েটাকে,
যে আমি রাত কয়টায় ঘুমোলাম দেখার জন্য একটু পর পর অনলাইনে এসে আমার activity check করে যাচ্ছে...
অথবা তাঁর কথা কেনো নয়,
যাকে কথার ছলে একদিন বলে ফেলেছিলাম,
- "টিপ পরলে তোমায় দারুণ লাগে".
সেদিন থেকে যে কপাল থেকে আর টিপই সরায়নি...
নাকি সেই মেয়েটা,
যে স্কুল থেকে এসেই কাঁধের ব্যাগটা ছুড়ে সোজা আমার জানালা বরাবর বারান্দায় এসে দাঁড়ায় আমায় দেখার জন্য...
... ... ...
আসলে আমার উচিত সবার প্রেমে পরা.
কেননা, প্রত্যেকেই আমায় নতুনভাবে শেখায় "প্রেম কি?"
প্রতিনিয়ত আমি 'এদের আর এদের মত আরোও অনেক' মেয়ের প্রেমে পরছি!
আমি প্রেমে পরছি,
কারো চোখের উপর..
কারো মনখোলা হাসির উপর..
কারো "আর বলবনা কথা" টাইপ অভিমানের উপর..
কারো আঙুল নেড়েনেড়ে কথা বলার উপর..
কারো বাচ্চাদের মত গাল ফুলিয়ে থাকার উপর..
কারো রোজ "১টা কোশ্চেন করি?" টাইপ মেসেজের উপর..
আমি কি তবে "প্রেম" আর "ভালোলাগায়" জট পাকাচ্ছি?
উহু, আমি জানি এগুলোই প্রেম...
একদা ভুল করে এই সব ছোটখাটো প্রেমগুলো খুঁজতে চেয়েছিলাম বালিকা তোমার মাঝে!
ভুলেই গিয়েছিলাম, তুমি রাঁধা হলেও সর্বগুণান্বিতা নও...
তাই নিজেকে আজ খন্ডায়িত করে ছড়িয়ে দিয়েছি প্রেমিকমহল্লায়।
ছোটখাটো জিনিসের উপর রোজ নিয়মমাফিক প্রেমে পরে চলেছি!
... ... ...
কখনো যদি স্বপ্নে আমার নীল ছাতাটা দেখে তোমার ঘুম ভেঙে যায়,
বালিকা জেনে নিও তুমিও আমার মাঝের ছোটখাটো জিনিসের প্রেমে আজোও মিশে আছো।
আফসোস, তখন তোমার লাল চোখগুলো দেখে হাসতে পারবোনা.
বলতে পারবোনা,
"তোমার চোখদুটো লাল কেনো?"
কখনো যদি স্বপ্নে আমার নীল ছাতাটা দেখে তোমার ঘুম ভেঙে যায়,
বালিকা জেনে নিও তুমিও আমার মাঝের ছোটখাটো জিনিসের প্রেমে আজোও মিশে আছো।
আফসোস, তখন তোমার লাল চোখগুলো দেখে হাসতে পারবোনা.
বলতে পারবোনা,
"তোমার চোখদুটো লাল কেনো?"
... ... ...
লেখাঃ রোড নং ছত্রিশ
তারিখঃ ৬১০২/৫০/৬২
Post a Comment