-->

দুঃখী জোকারের গল্প

কিছু কিছু মানুষ জন্মগতভাবে আলাদা থাকে। তাদের দেখলেই আপনি বুঝে যাবেন, "একে ধরে দুটো থাপ্পড় লাগালেও সে কিছু করবেনা."
কপালে অদৃশ্য ট্যাগ নিয়ে ঘুরে তারা, "Use me properly."
সারাদিন কেটে যায় তাদের অন্যের হাসির খোরাক জোগাতে জোগাতে। দিনশেষে সেই মানুষটার পরিচয় হয়ে যায়, "সস্তা জোকার."

... ... .. .

কখনো কি ভেবে দেখেছেন? জোকারদের মন খারাপ হয় কিনা? হলে তারা কি করে??

রোজ যে মানুষটা আপনার সামান্য মন খারাপের কারণ ঘোঁচাতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যায়। আপনার মুখের একটু হাসির কারণ হয়ে যায়। কখনো ভেবেছেন, সেই মানুষটার মন খারাপের সময় আপনি তাকে কি করেন??
ভাবেন না। কারণ, ওই যে কপালে লেখাই আছে,
"তার সাথে যেভাবে ইচ্ছা ব্যবহার করো. খারাপ লাগেনা."
কখনো কেউ দেখেইনা,
খারাপ না লাগা মানুষগুলোর খারাপলাগা সময়গুলো কি ভয়ানক একা একা কাটে!

... ... ...

রাত এলে মানুষগুলো একলা ঘরে ফিরে দরজার তালাটা খুলতে খুলতে যে দীর্ঘশ্বাসটি ফেলে,
সেই নিঃশ্বাসের গভীরতা মাপতে জানে কয়জন?

ঘোলাটে আকাশদেবতার পানে উন্মুখ চেয়ে থাকা রুপাদের মত,
একলা জানালায় বসে কাঁটিয়ে দেয়া মানুষগুলোর সংখ্যা নেহাত কম নয়।
যে রূপাগুলো কখনো জানবেই না...হিমু আর কোনদিন, কোনদিন ফিরবেনা!

চমক ভাইয়ের ট্রিবিউটটার সেই করুন সূরে গাইতে ইচ্ছা করে আজকাল.

মানুষগুলো অদ্ভুত। অদ্ভুত তাদের দৃষ্টিভঙ্গি.
ভালো থাকুক তারা...

তারিখঃ ৬১০২/২১/১২