-->

আজ রাতে আর কোনো বৃষ্টি দরকার নেই

দ্বিপ্রহরের এই হলুদ রাত্রি।
বাষ্পঘোলা চশমাটা আলগোছে তুলে নিয়ে বলে দিতেই পারি,
"আজ রাতে আর কোনো বৃষ্টি দরকার নেই".
তুমি যখন অন্য শহরের ৪তলা ফ্ল্যাটে নিজরুমে ঘুমাও,
সেলফোনের স্ক্রিনলাইটটাও কিন্তু নেভেনি।
আমি তখন এই শহরে বসে ভাবি,
- "কাল সকালে উঠবো কি করে? হতচ্ছাড়া বৃষ্টি এখনো থামেনি!"

অদ্ভুতের মত করে বেমালুম যদি কেউ বলে বসে,
- "ভাত খাওনি ক্যান?"
তাকে কি করে বুঝাই, আমি প্লেটে ভাতের বদলে স্বপ্ন সাজাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি!

নীল শাড়ি পরিহিতা মেয়েগুলো যখন হাতভর্তি কাঁচের চুড়ি পড়েও, কপালে টিপ লাগাতে ভুলে যায়!
১০৮ শব্দের ছোট্ট কবিতার চিরকুট তখন লিখে ফেলতেই পারে,
কোন এক তীক্ষ্ণদৃষ্টির যুবক।

কালো রাত, কালো টিপ,
সাদা ভাত, স্ক্রিনলাইট,
দ্বিপ্রহরের রাতে বসে কবিতায় সয়লাব!
নীলশাড়ি, চিরকুট,
ধোয়া ধোয়া ঘুম সব,
আমি তবু বসে ভাবি একা একা বাকিরাত,
- "হতচ্ছাড়া বৃষ্টি এখনো থামেনা ক্যান!"
 
তারিখঃ ৭১০২/৮০/৫২
লেখাঃ রোড নং ছত্রিশ.