-->

এইতো এদিকে

 
... ... ...

খুব ইচ্ছা করে, গা দুলিয়ে হাসি।
সন্ধ্যা হলে আকাশপটে, স্বপ্নগুলো আঁকি।
নীলচে রঙের ছোপ মিলিয়ে, হালকা দুয়েক টান;
কিন্তু আমার ক্যানভাসেতে, হাবিজাবি ভান।

ভান নয়তো, ভুল হয়ত; কম বয়সের দোষ!
ইচ্ছে করে বুকের মাঝে, মানাই তাঁরে পোষ।
রাত্রিবেলা ১০টা বাজে, তাঁরার গল্প শেষে;
তাঁকিয়ে দেখি ঘুমোচ্ছে সে, মুচকি হাসি হেসে।

ইচ্ছে করে এমন অনেক স্বপ্ন স্বপ্ন খেলি;
কাল কি হবে, সব যদি আজকে খেলে ফেলি?
 
... ... ...

আমার আমি, আমার মত, বিরাট হাবিজাবি;
ইচ্ছেগুলো উড়িয়ে তাই অল্প অল্প ভাবি।
বিরাট বিরাট অঙ্কগুলোয়, উত্তর হয় ০.
আমি থাকি আমার মত, আর ওর মত ও।
 
... ... ... 
লেখাঃ রোড নং ছত্রিশ
তারিখঃ ৫১০২/২১/৩০