সমীকরন শুদ্ধিকরণ
... ... ...
- "তুমি তো ১টা নষ্টা!!"
তুমি ধরেই নিলে এই লাইনটা শুনার পর
আমি বোধহয় মরেই যাবো, তাইনা!
ভুল ধারণা তোমার...
আমি নিজেও জানিনা, কত সন্ধ্যায় নীরবে তোমার নিউরনে
আমি ধৈর্য্য ধরে ঢুকিয়ে দিয়েছি "সমীকরনিক প্রেম".
আসলে সেটা প্রেম ছিলোনা,
ছিলো আঁধারে তোমার বুক কঁচলানোর অজুহাত।
...আমি নষ্টা?
তাহলে তুমি কি??
... ... ...
দেড় বছর পর যখন একহাতে ছেলেকে ধরে,
ওই ব্রিজের মাথায় তোমায় রিক্সা খুঁজতে দেখছিলাম,
আমি তখনই মারা গিয়েছি...
আমি ভুলেই গিয়েছিলাম,
এই মরাটা আমার উচিত ছিলো আরোও ৪ বছর আগেই।
যেদিন ১২০০ টাকার বদ্ধ কেবিনে আমি তোমায় রমণ করেছিলাম প্রথমবার!
তুমিও চুপ থাকোনি,
পরম স্নেহে জড়িয়ে রেখেছিলে আমার ঘর্মাক্ত পিঠ।
...আমিই কেবল নষ্টা?
তাহলে তুমি কি???
... ... ...
ফুটপাতে বসে দোকানের শাটার নামানোর মত করে বারবার চেষ্টা করি চোখের পাতা বুজতে।
তোমার চোখ, নাক, চিবুক..
তোমার ওষ্ঠের আঁকুতি..
আমার ভাংচুর করা দেহ..
শুনেছি "নষ্টামির" আরেক নাম নাকি কবিতা।
কবিতায় গা ছুঁয়ে দিতে পারি।
কবিতায় চলে যেতে পারি গভীরে।
তবে শেষবার তোমাতে যেদিন ডুব দিয়েছিলাম,
আরে মনে নেই?
কি এক ট্রেনিং এ তোমার জামাই বাইরে গিয়েছিলো যে!
সেদিন আমি কোন কবিতা খুঁজে পাইনি।
পেয়েছিলাম কেবলই তোমাকে..
তড়িঘড়ি করে শার্টের বোতাম লাগাতে লাগাতে সেদিন খেয়ালই করিনি,
আমার ভালোবাসাগুলো সবসময় বন্ধ রুমেই সীমাবদ্ধ ছিলো।
তাহলে শুধু কি আমিই নষ্টা?
... ... ...
বিচ্ছেদের এতটা বছর পর এসে,
তোমার ঈশ্বরের হিসেব অনুযায়ী যদি এখন আমি নষ্টা হতে পারি,
তবে আমার ঈশ্বরও জানুক..
- "আমি নষ্ট হয়েছি তোমার জন্য".
... ... ...
লেখা: রোড নং ছত্রিশ.
তারিখ: ৬১০২/৯০/৭১.
তারিখ: ৬১০২/৯০/৭১.
Post a Comment