-->

প্রশ্ন


... ... ...

মাঝরাতে বুকটা কেঁপে উঠেছিলো যেবার
আমি একমুখ সন্ধ্যা নিয়ে দাঁড়িয়ে গিয়েছি সেবার তোমার বাড়ির সীমানায়।
কিছু অনর্থক মৌনতা আর নিষ্ফলতা নিয়ে
জেগে ছিলো সেখানে কিছু জোনাকি,
তাঁরাও বুঝি প্রেম বোঝে?
.
খুব এক ভিজেদুপুরে আমি হাটতে গিয়ে ছুঁয়ে ফেলেছিলাম তোমায়।
একটা আঙুল প্রথম যেবার অন্য আঙুল ছোঁয়,
একটা গোটা একলা আকাশ সেটার স্বাক্ষী হয়..
আকাশ কাউকে ছোঁয়?

আকাশ ছোঁয়ার দাবী নিয়ে হয়ত একদিন জোনাকিরাও উড়তে থাকে।
তোমায় ভুলবার ছন্দ দিয়ে আমার মৌনতারাও দ্বন্দ্ব আঁকে...

আর আমি?

😶

তারিখ: ৭১০২/০১/২২.
লেখা: রোড নং ছত্রিশ.