-->

আহ্লাদ

 
... ... ...

ভেবেছিলাম টুপ করে ঝরে যাবো হয়ে
তার ভেজা চুলের ভ্রান্ত জলের মতন।
আমি খুব কাঁচা মাপের ধোঁয়া হয়ে
উড়ে বেড়াই, তার উষ্ণ দেহে কাঁপন!
ছুট দেয়া কিছু বৈরাগী প্রেমে পূর্ণচন্দ্রে ঘোর,
আমি হতে চাই পাড়ার বখাটে
তুমি দেখে দ্যাও দৌড়!

সেজেছিলাম ভুতুড়ে কবি, শব্দের মত
আত্মারা সব হুটোপুটি খেলে কিবোর্ডে।
তুমি খুব বেমানানরকম অন্ধকারের
স্বপ্ন হয়ে ডুব দিয়ে যাও! আলগোছে
নাস্তানাবুদ শরীরে আমার হাত বোলাও.
তীব্র থেকে তীব্র হয়ে যখন আমি ছুঁই
অমনি তোমার দেহের কাঁপন
স্বল্পকালীন স্বপ্ন যেমন
তেমন করে ক্ষণিক হয়ে আমায় তুমি চাও.
তখন যদি স্বেচ্ছাচারী ঘুড়ির মত উড়ি?
তুমি হয়ে যাবে এককেজি পেঁয়াজ,
আমি তোমায় করবো চুরি...

😶

তারিখ: ৭১০২/১১/৪০.
লেখা: রোড নং ছত্রিশ.