-->

এক সাদা দেয়ালের গল্প

 
... ... ...

বৃষ্টিবিলাস, রিকশার হুড
গাঁজার ধোঁয়ায়, প্রেমিকার মুখ
নষ্ট দেহে শুভ্র চিন্তা
কষ্ট লাগায় কাটছে দিনটা
স্টেশনের টিকিট শেষে
তোমার নীরব গল্প বেশে
সমুদ্রটায় আঘাত ভীষন
বিকেল হলেই কবিতার খুন,

আরোও আছে শুনো...২, ৩, ৪
আমাদের শুভ বেঁচে নেই আর
  কাঠগোলাপে বলি দেয় রোজ
৩ মাস ধরে আমিও নিখোঁজ
গলির শেষের টিনশেডে ঘর
দেয়াল খুঁড়ছে বোকা বালুঝড়
মুক্তি মুক্তি...মিলছেনা কেনো?
ঘড়িতে বাজছে ১টা বারো
রাতটা এলে মোমের আলোয়
চলো তুমি আমি স্বপ্ন পুড়াই

উল্লাসী হয়ে যুক্তাক্ষরে স্মৃতি হাতড়ে বেড়াই,
আজো আজোও আমি একা হাটতে বেরোলে তোমার পাড়াতে যাই...
 
... ... ...

লেখা: রোড নং ছত্রিশ.
তারিখ: ৭১০২/৭০/৭২.