-->

যাদের নিয়ে অনলাইনে লিখি, তারা কি আদৌ সেসব পড়ে?

... ... ...

...সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে একজন পোস্ট দিলেন পাবলিক ট্রান্সপোর্টে মলেস্টেশন নিয়ে।

পোস্টটা ছিলো মলেস্টেশন কিভাবে একটা মেয়ের জন্য অপমানজনক সেটা নিয়ে। তো সেখানের বেশকিছু কমেন্ট এসেছিলো পোস্টের বিপরীতে। এবং সেই আপুটি যারাই পোস্টের বিরোধিতা করেছে তাদেরই লিস্ট থেকে বের করে দিচ্ছে।
ভালো কথা...

তো কয়েকঘন্টা পর তিনি ফের আরেকটা পোস্ট দিলেন এই লিখে, "লিস্টে এত জঞ্জাল ছিলো জানতাম না। মুখোশ খুলেছে সব, ঝেটিয়ে বিদেয় করেছি!"
এবং যথারীতি সেখানেও সুশিল সমাজ বাহবা দিলো, অনেকে নিজেও জানালো তারাও ঝেটিয়ে বিদেয় করেছে অনেক আবাল। তাদের ফেবুলিস্টে কোনো আবালের ঠাই নেই।
এটাও ভালো ব্যাপার...

কিন্তু সমস্যাটা হলো কিছুদিন পর সেই আবাল-ঝেটানো আপুটি আবার একটি হৃদয়স্পর্শী পোস্ট দিলেন ফের মলেস্টেশন নিয়ে।
এবারও মেলা লাইক-কমেন্ট-শেয়ার হলো। তবে এবার তার কমেন্ট বক্সে কিন্তু তেমন বিরোধিতা আসেনি।
(আসবে কিভাবে, তার লিস্টে যে আর "আবালই" নেই)
আপুও খুব খুশি একটি গণসচেতনতা মূলক পোস্ট ভাইরাল করে, পাবলিকের কাছে ম্যাসেজ পৌছে দিয়ে।

কিন্তু এবার আর আমি খুশি হতে পারলাম না কেনো জানি!
কারণ, এবারের পোস্ট যে উদ্দেশ্যে লেখা সেই আবালতো তার লিস্টেই নেই।
নেই আপুর পোস্ট শেয়ার করা অন্য "সহমত ভাই" মানুষদের লিস্টেও। সবাইতো কিছুদিন আগে একযোগে লিস্ট থেকে আবাল বিদেয় করেছে তাইনা?

যদি তাদের কারোও লিস্টেই আবাল না থাকে, তবে এই পোস্ট লেখার বা শেয়ারের উদ্দেশ্যটা কি ছিলো?

... ... ...

শুধু মলেস্টেশনই নয় আপনারা যে ইস্যু না পেলে যেকোনো বস্তাপঁচা টপিকে গ্যাজান সবই আমার কাছে ফাউ লাগে।
আমি জানি এরকম অনেকেই আছে যাদের "পিরিয়ড, রেসিজম, মুড সুয়িং ব্লা ব্লা" গণসচেতনতামূলক পোস্টে রীতিমতো ঘেন্না ধরে গেছে দেখতে দেখতে।

কেননা, আমিতো ভাই মলেস্ট করিনা, পিরিয়ড নিয়ে ফান করিনা, রেসিস্টের মত আচরণ করিনা, মুড সুয়িং নিয়েও মাথাব্যথা নেই। তবে কেনো আমাকে রোজ ৫/১০টা সিরিয়াস পোস্ট পড়তে হবে?

মোদ্দা কথা হলো, লিস্টে যদি আবাল রাখার সৎ সাহসই না থাকে তবে পরবর্তিতে এই আবাল সংস্কারের নামে আপনার কোনো ইস্যু কেন্দ্রিক পোস্ট করা মানায় না।

আমার কথাগুলো যদি ভুল মনে হয় তো চলে যান বিভিন্ন কমন পাবলিক গ্রুপগুলোতে।
সেখানের কমেন্টবক্সে গেলেই বুঝবেন কত বিভিন্ন আইডিওলজির মানুষজন ফেবুতে আছে এবং আপনার লিস্টে এদের কেউই নাই।
এবার চলে যান নিজের প্রোফাইলে। নিজের সবচেয়ে ভাইরাল পোস্টের দিকে যে পোস্টে মেলা লাভ রিএক্ট এসেছে সুশিল সমাজ থেকে।

এবং দুটো প্রেক্ষাপট নিজেই যাচাই করতে বসেন এবার।
ওইসব গ্রুপ কমেন্টবক্সের বিরক্তিকর আবালগুলো আপনার লিস্টে নেই অথচ তাদের কেন্দ্র করেই আপনার সব ভাইরাল পোস্ট।
কি অদ্ভুত না?

আশা করি বুঝবেন, আপনি এতটা বছর কতটা উদ্দেশ্যহীনভাবে পোস্ট দিয়ে এসেছেন যেগুলো কোনো ইম্প্যাক্টই ফেলছেনা।
ফেলবে কি করে বলুন? আপনার ম্যাসেজগুলো যে তাদের কাছে পৌছায়ইনা...
ধন্যবাদ

চলবে...

তারিখঃ ৯১০২/৬০/৫০