-->

আমি কবি হয়ে যাই

... ... ... 

দিনদিন সব ছেড়েছুড়ে আমি কবি হয়ে যাই।

গেরুয়া বসনে আমি ছ্যাঁত করে মেখে দিই
কিছু স্বাচ্ছন্দ্যের রাজটীকা।
দিনদিন মন খারাপের গন্ধ এঁকে দূরে চলে যাই বনের রাস্তায়
হাসতে হাসতে, হাটতে হাটতে।
সেই শোকে তুমি হারিয়ে যাও ভুলেভরা স্মৃতির মত
কালো রাস্তায় জমা সাদা ধুলো যত,
আমি নাহয় ভীষণ রকম একলাই হয়ে যাই।

কিছু ব্যথা অনড়।
দিনদিন তুমি মেয়ে থেকে রমণী হয়ে উঠো
আমি হই পুরুষ থেকে আপ্লূত ছেলেমানুষ।

... ... ...

তারিখ: ৭১০২/২১/৯২
লেখাঃ রোড নং ছত্রিশ.