চলো, খুলে ফেলি
... ... ...
চলো, খুলে ফেলি দুচোখ।
যে চোখে আজ নেই ভালোবাসা, ভালোলাগা, ভালোথাকা!
ভালো কিছুই যেখানে নেই, সেখানে আঁকড়ে থেকে কি লাভ??
চলো, খুলে ফেলি!
যেদিন সকালবেলা পূজার থালার সামনে কাঁদবে,
আমি নাহয় বকুল ছিড়ে, মুঠো ভরে, ছড়ালাম তোমার উঠোনে!
নাহ, দিবাস্বপ্নেরা আজ ঘুম।
বাস্তবতার রুদ্ধদ্বারে বন্দি তুমি আমি!
এভাবে যায়না বাঁচা, যায়না থাকা।
যেখানে বেঁচে থাকাই অসম্ভবব, সেখানে থেকে কি লাভ?
চলো, খুলে ফেলি সব।
... ... ...
তারিখঃ ৬১০২/১১/৩০
লেখাঃ রোড নং ছত্রিশ.
Post a Comment