-->

একটা মেয়ে- ছুটছে একা

... ... ... 

খুব মলিন আমার চশমার কাঁচ।

তোমার ওড়নাটা কি সুতির?
আমি আবার সুতোকাঁটা ঘুড়ির
খামখেয়ালে গানের কথাই ভাবি।

আমি ভাবি কাঠগোলাপের রঙ
সারাদুপুর রোদ পালানো বাড়ি
হাতের ফাঁকে হেল্যুলায়িত ধোঁয়া
খুব লুকিয়ে অল্প করে ছাড়ি।
... ... ...
আমার আকাশ ধোঁয়ার ভেতর
তোমার সুতির ওড়না গেলো উড়ে।
ভরদুপুরে ওড়নার পিছে ছুটছে একটা মেয়ে-
ছুটছে একা লেইন বরাবর
ছুটছে ভীষণ ফাঁকা
একলা মেয়ে ছুটছে দেখো
মেয়েটা খুব একা।

লাল-নীল ভালো
ও মেয়ে তুই আলো
আলোর ভেতর রাত
কালোয় মাখা এই রাত।

... ... ...

তারিখ: ৮১০২/৭০/১২
লেখা: রোড নং ছত্রিশ.