কবিতা এবং কবিতা-মানুষ
... ... ...
পুকুরপাড়ের শ্যাওলার মত ডায়েরী ভর্তি
পাতায় পাতায় করি শব্দপোকার চাষ,
আমায় খুব করে কবিতারা টানে বলেই
চারিপাশজুড়ে কবিতা-মানুষের বাস।
আমাকে খুব করে টানে এই কবিতা এবং কবিতা-মানুষ।
... ... ...
কবিতার মত মানুষগুলোর মাথাভর্তি কোঁকড়াচুল হয়,
যেমন শব্দভর্তি আবেগ জন্মায় জয় গোস্বামীতে।
কবি, কবিতা, কবিতা-মানুষ
- কবে এসব হবো?
আমায় খুব করে টানে কবিতারা,
শুধুমাত্র কবিতার টানেই আমি একদিন কলিকাতা চলে যাবো।
কবিতারা হয় শান্ত,
কবিতায় থাকে সংলাপ।
মানুষে মানুষে টানাটানি ছেড়ে
কবিতায় দেই দৌড় ঝাঁপ।
কবিতায় থাকে প্রেমিকা বা প্রিয়া
কবিতায় থাকে প্রতিবাদ।
স্কুল পালিয়ে কবিতা পড়লাম
তোমরা বললে, 'বরবাদ!'
শহরতলির ক'টা মানুষ কবিতা পড়তে পারে?
পাঞ্জেরী, লেকচার ছেড়ে মানুষগুলো বড়জোর
"আনন্দপাঠ" চেনে।
এরা কবে কবি হবে?
কবে এরা "টেন টু দি পাওয়ার" এর পাঠের ফাঁকে তারাপদ রায় খাবে?
একদল আছে এদের ভিতর, 'নামে-এথেইস্ট' বনে যায়!
মুক্তমনা, প্রবন্ধতেই সাহিত্য বেঁচে খায়।
কবিতা চেনেনা টাকার অংক
কবিতা চেনেনা তোমায়।
তোমাদের মিছে অহংকারেই
কবিতা পালিয়ে যায়।
কবিতারা থাকে সুপ্ত স্বপ্নে
আবেগ ভর্তি শব্দ,
কবিতা-মানুষ হবো একদিন
কবিতায় এই নৈবেদ্য।
... ... ...
তারিখ: ৮১০২/১০/৩১.
লেখা: রোড নং ছত্রিশ.
Post a Comment