অনেক অনেক বৃষ্টি এলে
... ... ...
অনেক অনেক বর্ষা এসে ঘুমিয়ে গেলো চুপ
অনেক অনেক বৃষ্টি শেষে তুমি এলে কই?
আমি এখনো C.R.B তে রঙ চা'কাপ হাতে
বাইরে চলে লঘুচাপ আর হৃদের স্রোতে ছই।
ভাংতি হবে? ৫০টাকা। সামান্য কিছু ফুল!
বৈরি মেঘের তন্দ্রাবেশে চোখের চশমা ম্লান।
কদম হলো, ৫০ গেলো। পাঞ্জাবীটাও শেষ
মনের ভেতর লঘুচাপ আর আমার বৃষ্টিস্নান।
চুলের ডগা নাকটা ছুলো, তোমার দেখা নেই
তোমার পাড়ায় হয়তো এখনো মেঘ পৌঁছায়না
অনেক অনেক টেম্পু গেলো, মানুষ ভর্তি সব
দেখো, এই শহরে বৃষ্টি এলে কেউই ভিজেনা।
অনেক অনেক বৃষ্টিরা সব যাচ্ছে সরে দূরে
আমার হাতের কদমগুলো চুপসে হচ্ছে কালো,
ছাতা মাথায় এতক্ষণে ভুলেও যদি আসো
বলতে বাধ্য, আসতে অনেক দেরী হয়ে গেলো!
বলতে বাধ্য, আমার এখন ভিজার ইচ্ছা নেই!
বলতে বাধ্য, আকাশজুড়ে মেঘের ধর্মঘট!
বলতে গেলে বলাই যায় যা ইচ্ছা খুশি,
জানিই তো তুমি আসবেনা তাই সব কল্পনাতে চষি।
... ... ...
তারিখ: ৮১০২/৬০/১১
লেখা: রোড নং ছত্রিশ.
Post a Comment