-->

তাতে কি এসে যায়?

... ... ...

- "নৌকাটা কি একদিন এর জন্য
ধার দিবে আমায়?
তাতে কি বা এসে যায়, মাঝি?
তাতে কি এসে যায়?
এরকম তো খারাপ না, ওরকম মনে হয়...

নাহয় একদিন আমি ছুঁয়ে দিলাম
ঘুমভাঙানি ভোরের সোনালি মেঘ।
অথবা শীতের মাঝরাতে
মুখ দিয়ে কুয়াশা বের করা সমুদ্রে
নোনা তাঁরা গুলো মুঠোয় রেখে,
রাতের আঁধার গলাবে দুচোখে আবেগ।

জানি, নোনা হাওয়া তোমায়-আমায় চোখ মেলতে দিবে না।
নাহয় একরাতের জন্য হলাম, তন্দ্রাহারিণী।
তাতে কি বা এসে যায়, মাঝি?
তাতে কি এসে যায়?
এরকম তো খারাপ না, ওরকম মনে হয়...
... ... ...
একদিন খুব ইচ্ছা করেই নাহয়
বের হয়ে গেলাম শহরে।
পাহাড়ের রাস্তায় লাইন মেনে চলা
গাছের ফাঁকে ফাঁকে হাটলাম।
বহুদূরের বড় গাড়ির চলন্ত হাওয়া আমার নিঃশ্বাস এর গতি বাড়িয়েই দিক নাহয় একদিন।
.
তবু যেনো আধারের শুরু সন্ধ্যা বেলায়
পুরো শহরের ধুলো থাকে আমার পায়।
তাতে কি বা এসে যায়, মাঝি?
তাতে কি এসে যায়?
এরকম তো খারাপ না, ওরকম মনে হয়...
... ... ...
পাশের শহরে যে বড় নতুন ব্রিজটা হলো,
সেখানে কি আমি কোনদিন যাবোনা?
কোনো সন্ধ্যায় হয়ত দেখবে
ঠিক ব্রিজটারর মাঝে গিয়ে পা ঝুলিয়ে বসে আছি।
প্রধান সড়কের একপাশে ঐ চা-ওয়ালাটার পয়লা খরিদ্দার হবো আমি।
.
আর আর ঐ বড় তিন-রাস্তার মাথায় যে নাম না জানা ফুল গাছটা আছে?
তার প্রথম ফোঁটা ফুলটা কি এনে দিবে আমায়?
একটা ফুলই চাইলাম মাত্র!
.
সে যাক, নৌকাটা কি এই জীবনে ধার দিবেনা আমায়?
নাও, একজনমে এই নৌকাটা নাহয় ভাসাও আমারই নদীতে!
আমি তো আমিই,
তাতে কি বা এসে যায়, মাঝি?
তাতে কি এসে যায়?
এরকম তো খারাপ না, ওরকম মনে হয়."

... ... ...

তারিখ: ৮১০২/২০/৫২
লেখা: রোড নং ছত্রিশ.