-->

ভ্রান্তিবিলাস

... ... ... 

অথচ দেখো আমরা ভেবেছিলাম,

চোখে চোখ পরলেই বুঝি প্রেম হয়ে যায়।
হাতে হাত রাখলেই সব বিপদ হয় পার
আর ঠোঁটে ঠোঁট রাখাটাই বুঝি জীবন।

এই ভেবে কত রাত
আমি কিবোর্ডে মাথা রেখে ঘুমোতাম।
আমি ভাবতাম, এই বুঝি তুমি ছুঁলে
আমার আঙুল বেয়ে ওঠে তোমার গাল।
নস্টালজিক কিছু স্মৃতিপটে
মুহূর্তে সব ওলটপালট হয়ে
আমি নাহয় একটু বোকাই ছিলাম!

তুমিতো দিব্যি জেগে,
চোখে চোখ রেখেই প্রেম করে চলেছো।
হাতে হাত রেখেই শহরজুড়ে ফুসকা খেয়ে
ফোঁটাও ঠোঁটে ঠোঁট রেখে শত অর্কিড।

ছেলেটা বেশ ভালোই পিয়ানো বাজায়।
আমি ভাবলাম, এই বুঝি ছররায় টান
লেগে কেঁটে গেলো তোমার গাল।
স্যাভলন নিয়ে হুটোপুটি করে
ডিস্পেন্সারিতে নিয়ে চললাম;

মূহুর্তে বাঁজে সকরুণ সূর,
ওলটপালট কিছু গান
আমি নাহয় একটু সেকেলেই হলাম।

... ... ...

অথচ আমি ভাবতাম,
চোখে চোখ পরলেই তুমি লজ্জ্বা পাও।
হাতে হাত রাখলেই সরিয়ে নাও ভয়ে
আর ঠোঁটে ঠোঁট রাখাটা?
ওই বুঝি ছিলো আমার আজন্ম জমা পাপ।

... ... ...

তারিখ: ৮১০২/৭০/৯২
লেখা: রোড নং ছত্রিশ.